
5 minute read
য পথ ধের
India-based visual artist, curator, and author
এই লখা বাংলা সািহত কাশনী ডাকবাংলা.কম এর অগা ২০২১ সংকলেন িচকলা িবভােগ থম কািশত হয় এবং মালিবকা বানািজ ও ডাকবাংলা েমর অনমিত সহকাের এখােন পনঃ কাশনা সব হেয়েছ। ডাকবাংলা.কম িনেয় আসেছ বাংলা সািহেতর িবিশ লখকেদর কলেম য-সংকিলত গতকাল এবং আগামীর গ, নাটক, সীত, িচিশ ও আরও কাশনী নানািবধ িবষেয়। বাংলা ভাষার মাধয িফের পেত চান যঁারা, তােদর কােছ ঘের ফরার গান।
Advertisement
অবনীনাথ—ভারতীয় িচকলার আধিনক িশী
অবনীনাথ ও ভারেতর আধিনক িচকলা
সােহবরা তােদর িশা-সংিতর সে িশের ধারাটাও ভারেত বইেয় িদেয়িছল। উিনশ শতেকর আেগ ভারেতর িচকলা িবেদিশ ধারােতই চিচত হত। যিদও িক আেটর ধরন ভারেত িববিতত হেয় গাার আেটর বতন হেয়িছল। অজার িচকলা আমােদর সামেন এেসিছল। িক তার মেধ ভারতীয়তার বড় অভাব িছল। ভারতীয়তা মােন, তখন অবিধ ভারতীয় জাতীয়তাবােদর সেকর কথা আিম বলিছ না। যােক বেল ‘ইিয়ানাইজড’ িছল না িচকলার ধারা। অবনীনাথ থম িশী, িযিন িচকলার ধারােক ভারতীয়তার ছােচ ঢেল এক নতন প িদেলন। িতিন হােভল সােহেবর সে দীঘিদন কাজ কেরেছন। হােভলই তােক বেলিছেলন—তামােদর আকায় তামােদর ভারতীয়ের অভাব। সবই তামরা িবেদেশর অনসরণ কের কেরা। িবেদশ থেক শখার হয়েতা অেনক িকছ আেছ, িক যিদ ভারেতর মেতা কের ভারতীয় িচকলা তির হয়, তেবই সটাই হেব ভারতীয় িশ ও িচকলার সিতকােরর অিভান। অবনীনাথ সই কথা মেন তার আকায় ভারতীয় ভাব িনেয় আেসন এবং এক নতন ধারার িচকলার জ দন। হােভল সােহেবর কথা িনেয় খব সমােলাচনা হেয়িছল তখন। বলা হেয়িছল, সােহবরা আমােদর িকছ শখােত চায় না বেল এইসব কথা বলেছ। িক অবনীনাথ স কথায় কান না িদেয় নতন ধারার িচকলায় মেনােযাগ িদেয়িছেলন। অবনীনাথ ঠাকেরর মত িছল, পাাত িশের চির অেনক বিশ ববাদী। তাই আধািক মলেবাধিল পনােরর জন ভারেতর িনজ ঐিতহিলেক িবকিশত করা েয়াজন৷ হােভল সােহব, অবনীনাথ ঠাকরেক সে িনেয়ই গভনেম আট কেলজেক একটা নতন জ দন। তার আেগ অবিধ কবল িশ সােভর জন ছিব আকার ছা তির আর িবেদিশ িচিশীেদর ধারায় ছিব আকা শখােনা হত। অবনীনাথ ব বছর সই কেলেজর ভাইস িিপাল িছেলন। এবং পািস াউন ও হােভল সােহেবর অনেরণায় অবনীনাথ ভারতীয় শলীেক তার ছিবেত ান িদেয় নতন এক ঘরানার িচৈশলী তির কেরন, য ঘরানার নাম হয় বল ল অফ আট, যা পরবতকােল িচকলার জগেত এক িবেশষ

ৗঢ় বয়েস অবনীনাথ ‘য়ারপজ অন আ লাটাস িলফ’ , উডক অন পপার, ১৯১৫
অবনীনাথ— ভারতীয় িচকলায় তার ািয় ও াসিকতা
তখন স িপতার শখােনা সম িজিনসেক িভি িহেসেব ববহার করেলও, বািক খালনলেচ িনেজর মেতা কের বদেল নয়। এবং সটাই দর। কারণ, অেনক ে িমল থাকেলও, সব ে িপতা-পের িমল থাকেব সটা হয় না, সটা হওয়া কামও নয়। যিদ কাশভি বা ভাবনা আলাদা না হয়, তাহেল নতন িকছ তির হয় না। একটা বীজ িভিদেক তার ডালপালা িবার কের বহৎ এবং বািময় হেয় উঠেত পাের না। তখন তার িববতন থেম যায়। িববতন থেম গেল িবকাশ ব হেয় যায় এবং এক সময় তা শষ হেয় যায়। িক মাগত িববিতত হেত থাকেল, তার উপিিত সবণ অনভত হয়। তেব িববতেনর মােন এই নয় য, তার আিদ িবত হেয় যােব। আিদ না থাকেল এই িববতন সব হত না। অবনীনাথ আিদ, িতিন না থাকেল বল ল অব আেটর িতা হত না। ফেল অবনীনােথর ািয় অয়।



১৯৭১-এ অবনীনােথর জশতবষ উপলে কািশত ডাকিকট
‘অ গায়েকর ভিমকায় রবীনাথ’

িযিন একটা নতন ধারার জ িদেয়েছন, িতিন তা সব সময়ই াসিক থাকেবন। হা, একথা সিত, তার আকার ধরেনর ভাব তার অনসারী িশীেদর মেধ কট না হেলও, থাকেব। আমরা তা সবাই অবনীনােথর অনসারী। সবাই আমরা তার আকা, তার ছিব দেখ অেনক িকছ িশেখিছ এবং পরবত জও িশখেব। িক তার মােন এই নয় য তার ভাব আমার ছিবেত িতভাত হেব বা অন কারও ছিবেত িতভাত হেব। গেণশ পাইেনর মেতা িবখয়াত িশীও িক অবনীনােথর অনসারী। তার আকার মেধও কাথাও না কাথাও অবনীনাথ ভােব রেয় িগেয়েছন। িক একজেনর থেক অনজেনর মেনর ভাব, জীবনেবাধ আলাদা বেলই েতক িশী তার িনেজর মেতা। এবং এখােনই অবনীনাথ াসিক। িতিন এমন এক িশী য, তার পরবত িশীরা অবনীনােথর িচকলার ভাব থেক দের থেকও তার অনসারী।

অবনীনাথ ও তার জীবনেবাধ
অবনীনােথর মেতা একজন সণ িশী পাওয়া খব দর। আসেল িতিন তার ভাবনা ও কাশেক কবল বিসার গিেত বেধ রােখনিন। তার আকায় যমন ইিতহাস কাশ পেয়েছ, তমনই কাশ পেয়েছ তৎকালীন বতমান। পরাধীন ভারত এবং সমকালীন সমােজর অবাও তার ছিবেত কাশ পায়। ‘ভারতমাতা’ তার লেল িনদশন। আবার িতিন যখন ছাটেদর জন কলম ধেরেছন, তার লখায় আমরা পাই িশর মেতা একটা মন। ছাটেদর মেনর মেতা কের লখািলিখ কের িতিন অত জনিয় িশসািহিতক িহেসেব িনেজেক িতা কেরিছেলন। িতিন
সতিজৎ রােয়র আকা ‘রাজকািহনী’র দ
যখন ‘নালক’ ,
িশী ও লখক গেণশ হালই (বঁা িদেক) এবং তার িশকম
তার জীবনেবাধও িক এক মহৎ িশণীয় িবষয়। সই জীবনেবাধ আিম িকছটা বাঝবার চা কেরিছ। সই জীবনেবাধটারই িক অনসারী আমরা। সই জীবনেবাধটাই তার ছিবেত কািশত আর আমােদর মেনর মেধ ািথত। উঠেতই পাের য আমরা ১৫০ বছর আেগর একজন মানষেক কন উদযাপন করব, কন মেন রাখব তােক এত বছর পেরও? আিম বলব, যিদ বািড় থেক কানও এক মেনারম নদীর ধাের আিম পৗছেত চাই, তা হেল একটা কথা মেন রাখেত হেব, ফেল আসা পথটাই িক আমায় এই মেনারম নদীর ধাের পৗেছ িদেয়েছ। ওই পথটা না থাকেল িক আিম মেনারম নদীর ধাের পৗছেত পারতাম না। অবনীনাথও স-ই। িতিন না থাকেল ভারতীয় িচকলা কর জগেতর শীেষ পৗছেত পারত না।