
1 minute read
জিদন
Pradip Roy
BHF Member
Advertisement
ছাটেবলায় একিদন ল থেক িফের মা ক বাম, আজ আমার ইেল এক বর জিদন। কত টিফ এেনিছল, আরও কত খাবার, সারািদন কত আিলন ও আশীবাদ এর ঝণা। আবার অেনকেক বািড়েত িনমন কেরিছল, আমােকও আিম যাব মা ? তােক তা িকছ উপহার িদেত হেব ? সংসােরর িকছ খরচা থেক মা আমােক একটা পাইলট পন িদেয়িছল, যটা রিঙন কাগজ িদেয় মেড় আিম যথা সমেয় বর বািড় িগেয়িছলাম। আমার ব ভীষণ বড়েলাক, বািড়টা জাকজমেক পিরপণ। খাওয়া দাওয়ার অেঢল আেয়াজন কাথা থেক করব আর কাথায় শষ করব, এই ভাবেত ভাবেত হঠাৎ ঘার ভাঙল। ব বললও, এেস গিছস, খব ভাল কেরিছস, বস বস ক মত কের খাস, তারপর উধাও হেয় গল।
বািক বেদর অেপায় িছলাম অেনেকর মা বাবাও এেসিছেলন, অেনেকর সে থাকা সেও িনেজেক কমন একাকী মেন হেয়িছল, সবার মােঝ থেকও যন আিম একা। বেক উপহার দওয়ার পর আিম বর আিলেন রশকাতরতার অভাব অনভব কেরিছলাম, বািড় িফরেত িফরেত সিদন িনেজেক কেরিছলাম ব িক অথ িদেয় িবচার হয়? বািড় িফেরই মােক বেলিছলাম, মা আিমও বািড়েত জিদন করব, সবাইেক ডাকেবা, মা উর িদেলন িনয় হেব। অেপায় থাকতাম সই জিদনটার জন বছর কেট গল, নতন বছর এল। দখতাম, িত বছর মা আমােক সর থালায় পিরপা কের খাবার ও পােয়শ সািজেয় িদত। মােক বাম বেদর বলব না, মা বলেলন এ বছর নয়, সামেনর বছর। বছর ঘের যায়, আবার নতন বছর আেস জিদেনর আড়র আর হয় না। শশব যৗবন কেট গল, অেপার িদন ফরাল, বেঝিছলাম আমােদর খ সংসাের জিদন পালন করা একটা িবলািসতা ধমা, আমােদর সামেথ অকনীয়।