Home
About
Contact
সত্যি কি মেয়েদের স্বপ্নদোষ হয় ? Leave a Comment / By CGDDhaka20223 / February 11, 2024 ছেলে- মেয়ে উভয় মানুষের জীবনে বেশ কয়েকটি ধাপ আসে। প্রথমে থাকে সে একজন শিশু এরপর কিশোর/কিশোরী তারপর সে হয় একজন পরিপূর্ণ যুবক/ যুবতী। এই সময় গুলোর মাঝে তাকে বিভিন্ন শারীরিক ও মানসিক পরিবর্ত নের মাঝ দিয়ে যেতে হয়, আর এই পরিবর্ত নশীল সময় কে বয়ঃসন্ধিকাল বলা হয়।মেয়েদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকালের গড় বয়স (৯-১৪) বছর।তবে এগুলো কোনো অস্বাভাবিক ব্যাপার নয় । ছেলে – মেয়েদের এ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকায় তারা অস্থিরতা অনুভব করে , সমাজ ও পরিবার থেকে লুকিয়ে বেড়ায়।
আজ আমরা কথা বলবো মেয়েদের বয়ঃসন্ধিকালের অন্যতম পরিবর্ত ন “স্বপ্নদোষ নিয়ে । যা পরবর্তীতে যখন সে যুবতী তে পরিণত হয় তখন ও হতে পারে। আচ্ছা আপনাদের কি মনে হয় , মেয়েদের ও স্বপ্নদোষ হতে পারে? নাকি শুধু ছেলেদের ই হয়? এ বিষয়ে একটি বিতর্ক রয়েছে , আমি চেষ্টা করছি আপনাদের বিতর্ক কাটিয়ে একটি প্সুনিপুণ ধারণা দেওয়ার।আমরা বেশিরভাগ মানুষই জানি যে ছেলেদের কিশোর এবং তরুণ উভয় সময়েই স্বপ্নদোষ হয় যাকে ইংরেজিতে তে “ Wet Dream” অথবা “Nocturnal Emission” বলা হয়। তবে মেয়েদের ক্ষেত্রেও এর ব্যাতিক্রম নয়। মেয়েদের ও স্বপ্নদোষ হয়ে থাকে। এবার আসি কেনো মেয়েদের স্বপ্ন দোষ হয় এই প্রসঙ্গে।
কেনো মেয়েদের স্বপ্নদোষ হয়?
অনেক সময় সারারাত ধরে মাথায় যৌনতার চিন্তা আসতে থাকে , কখনও সেই যৌণ ভাবনায় সে তার ভাবনার সঙ্গী কে কল্পনা করে। ঠিক তখনই মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায় কখনও উত্তেজনায় খুলে যায় অন্ত্রবাস ও নিম্নাঙ্গের পোশাকও। তখন সে তার যোনিপথে ভেজা অনুভব করে। কখনও ভিজে যায় বিছানার চাদরও। ঘুমের মধ্যে যৌণ সঙ্গম দেখে “ভ্যাজাইনাল ডিসচার্জ ”হয়। ঘুমের মধ্যে যৌণ ক্রীড়া দেখলে মস্তিষ্ক আপনার স্নায়ুতে সংকেত পাঠায়। তাই ঘুমের ঘোরে অবচেতনে মনে হয় যেনো আপনি নিজেই যৌণ সঙ্গম
করছেন। মস্তিষ্কের এই সংকেত এর ফলে ভ্যাজাইনাল ওয়ালে রক্তপ্রবাহ বেড়ে যায় ।
আবার কখনও কখনও এর ফলে অর্গ্যাজম ও হতে পারে। তবে সবসময় অর্গ্যাজম হবে এমন কোনো কথা নেই।অর্গ্যাজম এর পরিবর্তে কখনও যৌণ আদ্রতায় ভিজে যায় অন্ত্রবাস। তবে সাধারণত বয়স বাড়ার সাথে সাথে এই সমস্যা কমে যেতে থাকে। এই স্বপ্নদোষ নিয়ে বিচলিত হবার কিছু নেই , এটি একটি স্বাভাবিক ঘটনা। হরমোনগত পরিবর্ত নের ফলে বয়ঃসন্ধিতে এ সমস্যা দেখা দিতে পারে।
কি কারণে সাধারণত মেয়েদের স্বপ্নদোষ সমস্যা দেখা দেয় টা দেওয়া হলো। ১. বিশেষজ্ঞরা বলেন রাতে অতিরিক্ত যৌণ বিষয়ক চিন্তা থেকে স্বপ্নদোষ হয়। ২. অনেকেই রাতে একাকি পর্ণোগ্রাফী/ নীল ছবি দেখে আর সেই দৃশ্য তার মাথায় ঘুরতে থাকে আর এর ফলে এমনটা হয়।