বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী প্রাচীন ফার্ম ম্যাগাজিন মাসিক কৃষিকথা; ১৯৩৯ সন থেকে প্রকাশিত; উক্ত সংখ্যাটি কৃষিকথার ৭৫তম বছরে পদার্পন উপলক্ষ্যে বিশেষ সংখ্যা হিসেবে প্রকাশ করা হয়। এখানে মাঠকৃষি, উদ্যানকৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, বন, পুষ্টি, পরিবেশ, প্রক্রিয়াজতকরণ, বিপণন, সংরক্ষণ ইত্যাদি বিষয়ে লেখা ছাপনো হয়।