প্রাককথা
বাআক অনলাইন সাহিত্য ম্যাগাজিনের সৌজন্যে নির্বাচিত দুই কবির কবিতা নিয়ে প্রকাশিত হলো এবারের ই-বইটি। আমাদের প্রথম প্রকাশিত ই-বইটি ছিলো সজল আহমেদ এর ছোটছোট ১২১টি কবিতা নিয়ে "একজন বেকুবের উপাখ্যান।'' ই-বইটির পিডিএফ ভার্সন বেশ নাম কুড়িয়েছিলো। ডাউনলোড করেছিলো প্রায় ৭,৪৬৫ জন পাঠক। ই-বইটির অ্যান্ড্রুয়েড অ্যাপ ও ডেভেলপ করা হয়েছিলো যেটি আমরা প্লে-স্টোরে যোগ করতে পারিনি তবুও ১৮,৭৮৬ জন পাঠক ডাউনলোড করেছিলো বিভিন্ন মাধ্যম থেকে। বিষয়টি আমাদের জন্য চমকপ্রদ ছিলো শুধু তাই নয় ও থেকেই আমরা উৎসাহিত হই আরেকটি ই-বই প্রকাশ করার।
এবারের ই-বইটি সমৃদ্ধশালী হয়েছে কবিতার ভুবনে নতুন মুখ কবি ইসকাত জাহান রাইয়ার কবিতা দিয়ে সাথে আছে সজল আহমেদ এর কিছু টুকটাক কবিতা। কবি ইসকাত জাহান রাইয়ার আঠেরোটি কবিতা ও সজল আহমেদ এর ১২টি কবিতা। মোট ৩০টি কবিতা নিয়ে এবাররে ই-বইটি প্রকাশিত হলো। আশাকরি কবিতাগুচ্ছ সবার মন জয় করতে সক্ষম হবে। পাঠক কবিতাগুচ্ছ পড়ুক। চিন্তা করুক। এবং সমালোচনা করুক। এটুকুই আমাদের চাওয়া। ধন্যবাদ।
শতাব্দি সেঁজুতি
সম্পাদক, বআক অনলাইন সাহিত্য ম্যাগাজিন
উত্তরা, ঢাকা, বাংলাদেশ
তারিখঃ ৬ই জানুয়ারি, ২০১৮ ইংরেজী।