কুসংস্কার যে কতটা ভয়াবহ প্রভাব ফেলতে পারে কারো জীবনে ভেবে দেখলে সত্যিই অবাক হতে হয়। কুসংস্কার এমন এক অভিশাপ মনের যে কোণে আলো পৌঁছয় না, সেখানে কুণ্ডলী পাকিয়ে থাকে সাপের মত। যখন ছোবল বসায়, বিষ নামানোর ক্ষমতা স্বয়ং ধন্বন্তরির ও থাকে না।
দূর্বল মনের মানুষকেই কুসংস্কার আক্রমণ করে সবার আগে। আর কুসংস্কারের শিকড় এতটাই মজবুত হয় যে একবার মগজে ঢুকে গেলে সেটাকে উপড়ে ফেলা খুব একটা সহজ হয় না।
আমার মতে কুসংস্কার একটা মানসিক রোগ। যা রোগীর স্বাভাবিক যুক্তি বুদ্ধি তো ধ্বংস করেই, সাথে সাথে গভীর প্রভাব ফেলে তার কাছের মানুষদের জীবনেও। তাই কুসংস্কারের ভাবনা মাথা চাড়া দেবার আগেই তাকে সমূলে উপড়ে ফেলাই হল স্বাভাবিক চেতনা সম্পন্ন মানুষের কাজ।