Description:
একদিন সকালে ডাঃ ওয়াটসনের কাছে একজন মারাত্মক জখম হয়ে যাওয়া ভদ্রলোক এলেন। তাঁর নাম মিঃ হেথার্লি। পেশায় একজন হাইড্রলিক ইঞ্জিনিয়ার। ডাঃ ওয়াটসন দেখলেন তাঁর হাতের বুড়ো আঙুলটা নেই আর সেই জায়গা রক্তে ভেসে যাচ্ছে। যত শীঘ্র সম্ভব ডাঃ ওয়াটসন তাঁর চিকিৎসা শুরু করলেন। একটু সুস্থ হবার পরে তাঁকে নিয়ে ডাঃ ওয়াটসন পৌঁছলেন শার্লক হোমসের কাছে। কারন মিঃ হেথার্লি এক সাংঘাতিক আক্রমনের শিকার হয়েছেন। মিঃ হেথার্লিকে একটা হাইড্রলিক মেশিন সারানোর কাজে নিয়ে যান একজন লোক। কিন্তু মিঃ হেথার্লি সেখানে গিয়ে এক ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়েন। পুরো গল্পটি জানতে হলে আজই আপনার মোবাইলে ইন্সটল করুন গল্পখুড়ো অ্যাপ। আর শুনুন গল্পখুড়োর নিবেদন স্যার আর্থার কোনান ডয়েলের লেখা শার্লক হোমসের গল্প The Adventure of the engineer’s thumb ।