ফুটবলের রাজপুত্র ডিয়েগো ম্যারাডোনার হাত ধরে বিশ্বফুটবলের মানচিত্রে জায়গা করে নিয়েছিলো ইতালিয়ান ক্লাব নাপোলি। নেপলসের মানুষের কাছে ডিয়েগো ম্যারাডোনা ‘ঈশ্বর’। অথচ সেই নাপোলির কোচ জেন্নারো গাত্তুসোর মতে ম্যারাডোনার চেয়ে এগিয়ে তারই স্বদেশি লিওনেল মেসি!