ক্যাশ, চেক কিংবা ক্রেডিট কার্ডের ঝামেলা শেষ। এবার অনেক সহজেই যেকোন মূল্য পরিশোধ করা যাবে। তাছাড়া যেকোন মূল্য পরিশোধে আঙুলের ছাপের বিকল্প এসে পড়ছে। আঙুলের ছাপের চেয়ে নিরাপদ হওয়ার কারণে এবার ক্রেতাদের তালু স্ক্যান করে মূল্য পরিশোধ সেবা দেয়ার পরিকল্পনা করছে অ্যামাজন।