রাত নামলেই ভয়ংকর বন্যপ্রাণী হাতির আক্রমণে হুলোস্থুল শুরু হয় পুরো এলাকায়। তাই সবাই আতঙ্কের মধ্যে রাত কাটান। যার কপাল খারাপ তার ঘরকে উড়িয়ে দেয় বন্য হাতিরা। তাই মাটিতে না থাকার সিদ্ধান্ত নেন ভারতের আসাম রাজ্যের চৌকি বনাঞ্চলে বিজয় ব্রহ্ম নামের এক যুবক। এরইমধ্যে ১৪ বছর গাছের ডালের সঙ্গে বানানো ছোট্ট কুটিরে জীবনযাপন করছেন তিনি। এদিকে হাতির আক্রমণ থেকে বাঁচতে সমাজ বিছিন্ন বিজয়কে অনেকে ‘বনমানুষ’ হিসেবে অভিহিত করেন।