স্বাগতিক নিউজিল্যান্ডকে সুপার ওভারে হারানোর মূল কারিগর নিঃসন্দেহে রোহিত শর্মা। তার পরপর দুটি ছয় বদলে দেয় ম্যাচের ভাগ্য। যদিও সুপার ওভারের রান কোনো ব্যাটসম্যানের ক্যারিয়ার গ্রাফে যোগ হয় না, তারপরও এদিন এক স্মরণীয় ইতিহাস গড়লেন ‘হিটম্যান’ রোহিত। ওপেনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ছুঁয়ে ফেললেন ১০ হাজার রানের মাইলফলক।