এই সময়ের নায়ক রোশান ও নায়িকা পূজা চেরি জুটি বেঁধে অভিনয় করছেন ‘সাইকো’ নামের ছবিতে। এটি নির্মাণ করছেন অনন্য মামুন। বর্তমানে সিনেমাটির গানের শুটিং চলছে। নিার্মাতা জানান, বরফ ঘেরা পাহাড়ি অঞ্চলে মাইনাস ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তারা শুটিং করছেন। যেখানে রোমান্সে মেতেছেন রোশান ও পূজা।