ইরানের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। শুক্রবার স্থানীয় সময় রাত ১২টার পরপরই শুরু হয় ভোট গণনা। এর আগে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ করার কথা থাকলেও বিকেলের দিকে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বেড়ে যাওয়ায় কয়েক দফা সময় বাড়ানো হয়। খবর পার্সটুডে, তেহরান টাইমস ও ইরনা’র।