পুরুলিয়ার জে কে কলেজের প্রাণীবিজ্ঞানের ছাত্র স্বস্তিক মাহাতো। এবার ইলেকট্রিক থেরাপির মাধ্যমে মাকড়সার বিষ সংগ্রহ করে স্বস্তিক মাহাতো তাক লাগিয়ে দিলেন গোটা বিশ্বকে। সম্প্রতি বাংলাদেশের রাজশাহী মেডিকেল কলেজের সম্মেলনে স্বস্তিকের পোস্টারটি প্রথম স্থান পায়।