বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২০ শুরু হয়েছে। প্রতি বছরের মতো এবারো অনেক নতুন বই এসেছে। স্টলগুলো সুন্দর করে সাজানো হয়েছে। বাঙালির এ প্রাণের মেলায় প্রকাশিত হয়েছে বিজয় আহমেদের নতুন কাব্যগ্রন্থ ‘আমি ইয়াসিন আমি বোরো ধান’। বইটি বের করছে বাতিঘরের সহযোগী প্রতিষ্ঠান কবিতাভবন। প্রচ্ছদ করেছেন শিল্পী আরফান আহমেদ।