ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের পোস্টার ও ব্যানারে ঢেকে গেছে রাজধানী। নির্বাচন শেষ মানেই এসব পোস্টার মূল্যহীন। এগুলো এখন শুধুই ঢাকার শোভা বিনষ্টকারী। এসব ‘নির্বাচনী বর্জ্য’ সংগ্রহ করে তা দিয়ে এতিম শিশুদের জন্য লেখার খাতা বানাচ্ছে ‘বিদ্যানন্দ ফাউন্ডেশন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।