এশিয়া, ইউরোপ ছাড়িয়ে এবার মধ্যপ্রাচ্যে হানা দিয়েছে করোনাভাইরাস। ইরানে এ ভাইরাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরো ১৪ জন। এছাড়া লেবানন ও ইসরায়েলে এ ভাইরাস ঢুকে পড়েছে বলে জানিয়েছে দেশগুলোর স্বাস্থ্য কর্তৃপক্ষ।