নিশ্চয় এই প্রশ্ন আপনার মনেও এসেছে? হ্যাঁ, বিশ্বের সব দেশেই সেনাবাহিনীদের পোশাকের রঙ প্রায় একই হয়। তারপরও প্রত্যেক দেশের সেনাবাহিনীর পোশাকে কিছু ভিন্নতা রয়েছে। তবে পোশাকের ধরণে অনেকটা সামঞ্জস্য আছে। কিছু দেশের পোশাকে জলপাই রঙের মিল থাকলেও ধরণ ও রঙের গাঢ়ত্ব ভিন্ন হয়।