অনেক জল ঘোলা করে তি পর্বে পাকিস্তান সফরে রাজি হয় বাংলাদেশ ক্রিকেট দল। তিন পর্বের সিরিজের প্রথম পর্বও শেষ করেছে। দ্বিতীয় পর্বের এক টেস্ট খেলতে আজ দেশ ছাড়বে বাংলাদেশ। এর আগেই চাঞ্চল্যকর এক তথ্য প্রকাশ করল পাকিস্তানের সংবাদমাধ্যম দৈনিক ডন। তাদের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ সিরিজ আয়োজন করতে গিয়ে অনিশ্চয়তার মুখে ২.২৫ মিলিয়ন ডলার বা ১৯ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)।