সংসার চালাতে এক সাহসী নারী বেছে নিয়েছেন ড্রাইভিং পেশা। উবারের গাড়ি চালক হিসেবে সে পূর্ণ দক্ষতাসম্পন্ন। তার গাড়ির যাত্রীরাও বলেন, চালানোর সময় গাড়ি সবসময় তার নিয়ন্ত্রণেই থাকে। ভাবছেন, এ আবার নতুন কি? চালকদের হাত তো পাকা থাকবেই! তবে যার হাত নেই, তার বেলায় কি বলবেন?