ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম দল ম্যানেচস্টার ইউনাইটেড। স্যার অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর থেকেই যেন নিজেদের ছায়া হয়ে খেলছে দলটি। প্রিমিয়ার লিগের চলতি আসরে যাচ্ছেতাই অবস্থা অলরেডদের। বুধবার রাতে ঘরের মাঠে বার্নলির কাছে ২-০ গোলের হার হতাশা আরো বাড়িয়েছে ওলে গানার শুলশারের শিষ্যদের।