মেলার দ্বিতীয় দিনে সোহরাওয়ার্দী প্রান্তের বিস্তীর্ণ মেলা ছিলো পাঠক-লেখক ও প্রকাশক বান্ধব। আর তাতেই প্রকাশকের স্বস্তি। এবারের মেলায় মূল মঞ্চের প্রথম আয়োজনে আলোচনার বিষয়ও ছিল গেলো দিন প্রকাশিত বঙ্গবন্ধুর লেখা বই 'আমার দেখা নয়া চীন'। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে আলোচনা পর্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. শামসুজ্জামান খান।