প্রকৃতি উদার ও বিস্তৃত। মানুষের সঙ্গে তার পরম সম্পর্ক। প্রকৃতিকে জানার এবং নিজেক বোঝার সবচেয়ে সহজ উপায় ভ্রমণ। কিন্তু ভ্রমণ যদি হয় দুনিয়ার সেরা ঝরনাগুলোর একটিতে, তাহলে তো কথাই নেই! অনেকে ভারতের গোয়া সমুদ্র সৈকতে ভ্রমণে যান। একটু প্ল্যান করে গেলেই কিন্তু ঘুরে আসতে পারেন দুধসাগর ঝরনা। ভারতের সবচেয়ে সুন্দর ঝরনা বলা হয় এটিকে।