হিন্দি-বাংলা দুই ভাষার গান গেয়েই পেয়েছেন জনপ্রিয়তা পেয়েছেন ভারতের কণ্ঠশিল্পী শান। বাংলাদেশের একাধিক চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন তিনি। কিন্তু এবারই প্রথম অডিও গান করলেন শান। গানের শিরোনাম ‘কেন মন হারালো’। তার সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের কণ্ঠশিল্পী সনিয়া নুসরাত।