মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের সফর উপলক্ষ্যে ধুয়েমুছে সাজানো হয়েছে পুরো তাজমহল চত্বর। সপ্তাহান্তের এক প্রতিবেদনে সংবাদ সংস্থা পিটিআই জানায়, আবহাওয়া জনিত সমস্ত দাগ-মুক্ত হয়েছে তাজের লাল বেলেপাথরের (স্যান্ডস্টোন) বারান্দা, ঘষেমেজে ঝকঝকে করা হয়েছে ফোয়ারাগুলো এবং বাগানে বসানো হয়েছে বাড়তি ফুলের কেয়ারি। এমনকি ট্রাম্পের কল্যাণে মুলতানি মাটি দিয়ে ফেশিয়ালও করানো হয়েছে তাজমহলের!