কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত লোকজনে পরিপূর্ণ থাকে চায়ের দোকানগুলো। চায়ের পেয়ালায় এক চুমুক দিয়েই এমনই গল্পে মুখর হয়ে যান যে চায়ের কথাই ভুলে যান অনেকেই। চায়ের দোকানে ব্যক্তিগত বিষয়ের পাশাপাশি রাজনৈতিক, অর্থনৈতিক, সাহিত্য-সংস্কৃতিসহ গঠনমূলক আলোচনার সৃষ্টি হয়। অনেকে আছেন যাদের সময় কাটে না তারা প্রতিদিন সকাল হলেই একটি চায়ের দোকানে গিয়ে বসে বসে মানুষের মুখে নানান খবর শুনে বেশ আনন্দঘন অবকাশ ঘটান।