ইরানের প্রভাবশালী কুদ্স ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র উত্তেজনা চলছে। সোলাইমানি হত্যার প্রতিশোধ হিসেবে ইরান এরইমধ্যে ইরাকে অবস্থিত দু’টি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ার করে দিয়েছিলেন ইরান কোনো হামলা চালালে দেশটির ৫২টি স্থানে হামলা চালাবে তারা।