বিশ্বব্যাপী করোনাভাইরাসের আক্রমণে তিন হাজারের বেশি লোকের মৃত্যু হয়েছে। এছাড়া প্রায় ৯০ হাজারের লোক ভাইরাসটিকে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে রয়েছেন। তবে অনেকেই মৃত্যুর দুয়ার থেকে ফিরেছেন। সম্প্রতি সিঙ্গাপুরে দুই বাংলাদেশির পর আরেক বাংলাদেশি করোনাভাইরাস থেকে মুক্তি পেয়েছেন। এ খবর জানিয়েছে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়।