দুই বছর কম থাকায় বয়সের সেঞ্চুরি করতে পারেননি শংকরী বালা দে। এ বয়সে ক্যানসার ধরা পড়ে তার। নানা পরীক্ষায় ক্যানসার আক্রান্ত স্থানে অস্ত্রোপচার করতে অপারগতা জানান চিকিৎসকরা। কিন্তু চিকিৎসকদের চ্যালেঞ্জ ছুড়ে ক্যানসার মুক্ত হলেন ৯৮ বছরের এ বৃদ্ধা ‘তরুণী’। তার রোগ মুক্তিতে হাসপাতালের চিকিৎসকসহ স্টাফরা আশ্চর্য হয়েছেন। এরইমধ্যে মনের জোরের জন্য তাকে তরুণী হিসেবে আখ্যা দিয়েছেন সবাই।