মারিয়া শারাপোভা। র্যাকেট হাতে টেনিস কোর্ট কাঁপানো এক কিংবদন্তির নাম। কোর্টে খেলার দাপট ছাড়াও ছিল গ্ল্যামারের দাপট। দেড় দশকের ক্যারিয়ার শেষে অবসরে যাচ্ছেন এ রুশ কন্যা। তার জীবনে জড়িয়ে রয়েছে অনেক সম্মানজনক অর্জন ও বেশ কয়েকজন পুরুষ। এসব নিয়ে আজকের আয়োজন।