শখ পূরণ করতে মানুষ অনেক কিছুই করে থাকে। তাই তো বলা হয় যে, শখের তোলা লাখ টাকা। শখ করে মানুষ বাড়ি করে, গাড়ি কেনে, বাগান করে। তবে কখনো কি শুনেছেন, শখ করে কেউ পুরনো যুগের রেডিও সংগ্রহ করে। শখের রেডিও মিউজিয়াম তৈরি করে। মোফাজ্জল হোসেন নামক এক ব্যক্তি ১৯৭১ সাল থেকে করছেন পুরাতন রেডিও সংগ্রহ।