ভাষিক সংস্কৃতির সমৃদ্ধির মধ্য দিয়ে ভাষাগোষ্ঠীও পৌঁছে যায় অনন্য উচ্চতায়। ফলে রাষ্ট্রযন্ত্র কিংবা ক্ষমতালোভীদের ক‚টচক্রান্তে এই ভাষা কিংবা ভাষিক জনগোষ্ঠী আক্রান্ত হলে প্রতিরোধ ও আন্দোলনই হয়ে ওঠে সচেতন ভাষাবাহীর সত্তাকে স্বাধীন করার একমাত্র পথ। বাঙালি জাতি ভাষাপ্রেমে পরীক্ষিত। হাজার বছরের বাঙালির জীবন প্রবাহে যেসব আন্দোলন, সংগ্রাম, গৌরবগাথা যুক্ত হয়েছে, বিংশ শতাব্দীর ভাষা আন্দোলন তার মধ্যে অন্যতম। ১৯৫২ সালে সংঘটিত ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বিশ্ববাসীও বিস্মিত হয়েছে বাঙালির ভাষাপ্রীতিতে। ‘ভাষার জন্য আত্মত্যাগ’ বাঙালিকে বিশ্বের মানুষের কাছে আদর্শিক ও মর্যাদাপূর্ণ স্থানে দৃষ্টান্তরূপে প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছে, এ কথাও জোর দিয়ে বলা যায়।