২৬৩ তম গুটি খেলার আসরকে ঘিরে ময়মনসিংহের ফুলবাড়ীয়ার দেওখোলা ইউপিতে সাজসাজ রব বিরাজ করছে। জমিদার আমলের তালুক-পরগনা সীমানার বড়ই আটা নামক স্থানে পৌষের শেষ বিকাল ১৪ জানুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হবে খেলাটি।
জমিদারি আমলে বিরোধ মিমাংসায় শক্তি পরীক্ষার বিষয়টি আজ গুটি খেলায় পরিণত হয়েছে। প্রতি বছর পৌষের শেষ বিকালে পিতলের তৈরি এক মণের গুটি খেলা দেখতে জমায়েত হয় লক্ষাধিক মানুষ।
গোটা পরিবেশ হয়ে ওঠে আনন্দ আর উৎসবমুখর। এলাকা ঘুরে দেখা গেছে, বাড়ির মেয়েরা নাইওরি এসেছে, শিশুদের জন্য কেনা হচ্ছে জামা। পুরনো বাদ্যযন্ত্র ঠিকঠাক করে তাতে সুর তোলা হচ্ছে। পিঠাপুলি বানানোর সমস্ত আয়োজন শেষ করছেন গৃহবধূরা। উৎসবে উপলক্ষ্যে জবাই যে গরু করা হবে তাও কিনে আনা হয়েছে।
ফুলবাড়ীয়ার লক্ষীপুর ও দশ মাইলের মাঝামাঝি বড়ই আটা বন্ধে (মাঠে) খেলার কেন্দ্রস্থল। বিকেল চারটার দিকে খেলা শুরু হয়। সকাল থেকে ফুলবাড়ীয়া ছাড়াও পার্শ্ববর্তী ত্রিশাল, মুক্তাগাছা উপজেলার লোকজন আসতে থাকে লক্ষ্মীপুর বড়ই আটা বন্ধে। সড়কের অদূরে ভাটিপাড়া, বালাশ্বর, তেলিগ্রামের সংযোগস্থল নতুন সড়কে লোকে লোকারণ্য হয়ে যায়।
এই দিনটি এমনভাবে নির্ধারিত যে নতুন করে আর কোনো দিনক্ষণের প্রয়োজন পড়ে না।