এক সময় যিনি নিজের হাতে সাজিয়েছেন শাবানা, ববিতা, অঞ্জু, মৌসুমীর মতো নায়িকাদের আজ তার জীবনের সব সৌন্দর্য ভিক্ষার থালায়। ভাগ্যের নির্মম পরিহাসে পথে পথে হাত পেতে যোগার করছেন সংসার ও চিকিৎসা চালানোর অর্থ। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই ভিক্ষুকের নাম কাজী হারুন।