কুয়ায় পড়ে জীবন হারানোর মতো বিপদে ছিল হাতির বাচ্চা। এ বাচ্চাকে বাঁচাতে শত শত মানুষ কুয়ার আশপাশে জড়ো হয়েছিলেন। তবে মানুষ দেখে বাচ্চাটি কুয়া থেকে বের হওয়ার পরিবর্তে আতঙ্কে জড়োসড়ো হয়ে পড়ে। এ কারণে উদ্ধার করতে আসা বনকর্মীরাও বেকায়দায় পড়ে যান। অনেক চিন্তার পর আচমকাই সমাধান পান তারা। বিজ্ঞানী আর্কিমিডিসের সূত্রকেই কাজে লাগিয়ে হাতির বাচ্চাকে উদ্ধার করা হয়। এরইমধ্যে এমন দৃশ্যের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভাইরাল হয়েছে। সম্প্রতি এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন।