ব্যক্তি জীবনে ক্যারিয়ার গড়া কঠিন। অনেকে ক্যারিয়ার দাঁড় করাতে গিয়ে জীবনের অর্ধেক সময় হারিয়ে ফেলেন। না পান নিজের পছন্দ মতো চাকরি, না তৃপ্তিদায়ক বেতন। আবার চাকরি নিয়ে অস্বস্তিতে থাকেন অনেকে। না পারেন চাকরি ছাড়তে, না পারেন ধরে রাখতে। তবে এক বিস্ময় যুবকের সন্ধান পাওয়া গেছে। যিনি একটার পর একটা চাকরি ছেড়ে নতুন চাকরি নিয়েছেন। কারণ তার অধীনে রয়েছে তিনটি পেশা।-খবর আনন্দবাজার পত্রিকার।