বেরসিক কুমিরের অভাব নেই! কাছে যাবেন তো যেকোনো বিপদ ঘটতে পারে। অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও তাই, কুমির কাউকে ছাড়ে না। তবে প্লোভার পাখি একেবারেই ভিন্ন! বলা যেতে পারে কুমিরের একমাত্র বন্ধু। তাদের বন্ধুত্বের কথা প্রায় ৮০০ বছর আগে ‘আজাইবুল মাখলুকাত’ কিতাবেও বলা হয়েছিল।