২০১৭ সাল থেকে মিয়ানমারের রাখাইনে ধর্ষণ, লুট, অগ্নিসংযোগসহ গণহত্যার তাণ্ডব চালায় মিয়ানমার সেনাবাহিনী। ফলে জীবন বাঁচাতে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করে লাখ লাখ রোহিঙ্গা। এতে পুরো বিশ্ব স্তম্বিত হয়ে পড়েছিল। ধীরে ধীরে আঞ্চলিক চাপসহ আন্তর্জাতিক চাপে পড়ে মিয়ানমার। তবে সেই চাপকে তোয়াক্কা না করেই চালিয়ে যায় অনবরত গণহত্যা। তবে তাদের এমন পাষণ্ড কর্মকাণ্ডে লাগাম ধরেছেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়ার বিচারমন্ত্রী আবুবাকার তাম্বাদুর। জাতিসংঘের আদালতে করা তার একটি মামলায় নড়চড়ে বসে পুরো বিশ্ব । এমনকি সেই মামলার প্রশ্নের জবাব দিতে হেগে যান মিয়ানমারের নেত্রী অং সান সূচি।