চীনে ক্রমশ মহামারি রূপ ধারণ করছে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস। দেশটির সরকারের দেয়া তথ্যমতে ভয়ঙ্কর এই ভাইরাসে আক্রান্ত হয়ে এরইমধ্যে ৫৬৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা গিয়ে ঠেকেছে প্রায় ২৮ হাজারে। তবে প্রতিষেধকহীন এই ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের প্রকৃত সংখ্যা নিয়ে বেশ বিতর্ক রয়েছে। অনেকেরই দাবি প্রকৃত সংখ্যা সরকারের প্রকাশিত সংখ্যার চেয়ে বেশ কয়েকগুণ। এদিকে চলমান এই বিতর্কের মধ্যেই আগুনে ঘিঁ ঢেলে দিয়েছে চীনের দ্বিতীয় বৃহত্তম কোম্পানি টেনসেন্ট।