সন্তানের মা হওয়া প্রত্যেক নারীর কাছেই এক সৌভাগ্যের বিষয়। একটি জীবনকে পৃথিবীতে নিয়ে আসার মতো ক্ষমতা শুধু নারীর শরীরেই থাকে ৷ তবে এ ক্ষমতার জেরেই মাত্র ৩৭ বছরে ৩৮ টি সন্তানের মা হয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন এক নারী। তিনি উগান্ডার কামিবিরি গ্রামের নাবাতানজি মারিয়ম।