২০২০ সালের প্রথম জানুয়ারি থেকে পাঁচ লাখ বর্গ কিলোমিটার সমুদ্র এলাকা অভয়ারণ্য ঘোষণা করে পশ্চিম প্রশান্ত মহাসাগরের দেশ পালাউ। অভয়ারণ্যে রিফ জাতীয় মাছ (বিভিন্ন আকর্ষণীয় রঙের মাছ) সংরক্ষণের কথা ছিল। তবে দেশটিতে দেদারছে ভক্ষণ হচ্ছে রিফ জাতীয় মাছ গ্রেপার, স্নেপার ও প্যারোট। কড়া নজরদারির মাঝেও রক্ষা করা যাচ্ছে না এসব মাছ। এখন অভয়ারণ্যটির লক্ষ্য বিপরীতমুখী কাজ করছে।