জলবায়ু পরিবর্তনকে অনেকেই বিজ্ঞানের একটি ছোটখাটো বিষয় বলে মনে করেন। অথচ এটিই শতাব্দীর সবচেয়ে বড় ঘটনা। এমনকি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা একে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সন্ত্রাসবাদের চেয়েও বড় হুমকি বলে অভিহিত করেছিলেন। বিশেষজ্ঞরা বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ২১০০ সালের মধ্যে বিশ্বের অর্ধেক সৈকত অদৃশ্য হয়ে যাবে।