মমতাময়ী এক বড় বোন। শত কষ্টের মাঝেও ছোট ভাইটিকে আগলে রেখেছে। ছবিতে যে বড় বোনটিকে দেখতে পাচ্ছেন তার বয়সই বা কত হবে? পাঁচ কিংবা ছয় বছর। আর ছোট ভাইটির বয়স দেড় থেকে দুই বছরের বেশি হবে না! সে কীভাবে বড় বোনের কোলে মাথা রেখে নিশ্চিন্তে রয়েছে দেখতেই পাচ্ছেন ছবিতে।