বিদ্যুৎ এমনই এক শক্তি যা সমগ্র পৃথিবীকে আলোকিত করেছে, যেদিন থেকে মানুষ এই শক্তিকে নিজের আয়ত্বে এনেছে, সূচনা হয়েছে মানব সভ্যতার নতুন অধ্যায়। মানবদেহ বিদ্যুৎ সুপরিবাহী। আমাদের সবার জানা বিদ্যুৎ প্রবাহ দুই ধরনের একটি হচ্ছ AC এবং অপরটি DC বিদ্যুৎ প্রবাহ।