ভাগ্য মানুষকে কখন কী দেয় আর কী নেয় তা মানুষ নিজেও জানে না। ঠিক যেমনটা জানতো না শ্রবণ ও বাক প্রতিবন্ধী তরুণী কৌশল্যা কার্তিক। একজন প্রতিবন্ধী হয়েও তিনি এখন কোটি টাকার মালিক। আর এ দেখে খুশি তার প্রতিবেশি এবং আত্মীয়স্বজনরাও। কিন্তু এমন কী হয়েছে তার জীবনে যার কারণে তিনি এখন কোটিপতি?