২৩ বছর ধরে কলম্বিয়ায় পরিচ্ছন্নতাকর্মীর কাজ করছেন হোসে আলবার্তো গুতেরেস। পেশায় আর্বজনা সংগ্রহকারক গুতেরেসের প্রজ্ঞা শিক্ষিত সমাজকে লজ্জায় ফেলে দিয়েছে। কারণ শিক্ষিতদের ফেলে দেয়া ২৫ হাজার বই সংগ্রহ করে তিনি গড়েছেন বিশাল লাইব্রেরি। শুধুমাত্র লাইব্রেরি গড়া নয়, এরইমধ্যে তিনি অর্জন করেছেন বেশ কয়েকটি কৃতিত্ব।