কড়াইয়ে মিড ডে মিলের খাবার তৈরি হচ্ছে। সেখানে ফুটন্ত ঝোলের ঘ্রাণ মাতিয়ে রেখেছে চারপাশ। কিন্তু কানে হেডফোন লাগিয়ে মোবাইলে মগ্ন ছিলেন বাবুর্চি। আর এ সুযোগে কড়াইটিতে ঘটল অবাক কাণ্ড। খেলতে খেলতে সেই কড়াইয়ের ফুটন্ত ঝোলে পড়ে গুরুতর দগ্ধ হন স্কুলের একরত্তি নামের এক শিশু ছাত্রী। পরে তিন বছরের ওই শিশুকে বাঁচানোর চেষ্টা করা হয়। অবশেষে পৃথিবী থেকে বিদায় নিল দগ্ধ ওই ছাত্রী।-খবর সংবাদ প্রতিদিনের।