স্মার্টফোনের কারণে আমাদের প্রাত্যহিক জীবনের রুটিনই পরিবর্তন হয়ে গেছে। যেমন, এখন সবকিছুতেই আমরা টাচস্ক্রিন প্রযুক্তি খুঁজি। যদিও ল্যাপটপ থেকে টেলিভিশন সব কিছুই টাচস্ক্রিন প্রযুক্তির আছে। তবে দামের কারণে অনেকে তা নিতে পারেন না। তাদের জন্য সুখবর, ছোট্ট একটি ডিভাইসের মাধ্যমে যেকোনো সাধারণ স্ক্রিনকে টাচ স্ক্রিনে পরিণত করা যায়।