ড্রেনে বা ময়লার স্তূপে পড়ে আছে নবজাতক। এমন দৃশ্য অহরহ দেখা যায় টিভি, পত্রিকার পাতায় কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে। সৌভাগ্যক্রমে অনেক সময় জীবিত অবস্থায়ও পাওয়া যায় এমন শিশুকে। যার থাকার কথা ছিল মায়ের বুকের উষ্ণতায়। অথচ ভাগ্যের নির্মম পরিহাসে তারা পরিণত হচ্ছে শেয়াল কুকুরের খাবারে।