বিগত কয়েক বছর ধরেই গয়নায় রুপালি মোটিফ লক্ষণীয়। ফ্যাশনপ্রেমী নারীদের কাছে এমন মোটিফের গয়নার বেশ কদর রয়েছে। হাতে, কানে, গলায়, নাকে এমনকি পায়েল হিসেবেও রুপালি গয়নার চাহিদা এখন তুঙ্গে। আর এ ঘরানার গয়নাগুলো সহজেই মানিয়ে যায় ওয়েস্টার্ন পোশাক বা শাড়ির সঙ্গেও।